“মামাতো বোন যখন বউ
পর্ব:১ ম
অফিস থেকে বাসায় ফিরছিলাম ঠিক তখনই আম্মুর ফোন
আমি: হা আম্মু বলো
আম্মু:অফিস থেকে কিছুদিনের জন্যে ছুটি নিয়া নে
আমি:কেনো?আম্মু ছুটি নিয়া কি হবে?
আম্মু:নীলার বিয়া ঠিক হয়েছে
আমি:সত্যি আম্মু নীলার বিয়া ঠিক হইছে, কার সাতে হলো আচ্ছা পরিবার কি নীলার ব্যাপারে জানে?
আম্মু:নারে তোর মামা তোর মামি কিছু বলে নাই,তুই তো জানিস নীলা নেশা করে তাই কেউ বিয়া করতে চায় না ,তাই তোর মামা ছেলে পক্ষকে অনেক টাকা যৌতুক দিয়া রাজি করেছে,নীলার ব্যাপারে কিছু বলে নি
আমি:মামা কিন্তু এটা মোটেও ঠিক করে নি পরে যদি জানতে পারে তখন কি হবে
আম্মু:পরের টা পরে দেখা যাবে তুই সাত দিনের ছুটি নিয়া বাড়ী আয়
আমি:না আম্মু অফিস তো এত দিন ছুটি দিবে। নামই বড়োজোর পাঁচ দিন তে পারি টা আম্মু বিয়া কবে??
আম্মু:এইতো রবিবারে
আমি: এত তাড়াতাড়ি
আম্মু: হ্যাঁ রে: তোর মামা কোনো রিক্স নিতে চাইতেছে না,, এর আগের বারও টো এমন দুবার হইতেছিল শেষে এসে ভেঙে গেলো,তাই এবার তাড়াতাড়ি ঠিক করেছে
আমি:আচ্ছা তাইলে তাড়াতাড়ি যাবো
আম্মু:কি করতেছিস
আমি:ব্যাচেলার ছেলেরা যা করে অফিস থেকে এসে রান্না করতেছি
আম্মু:নীলার বিয়া টা হোয়ে গেলে তোকেও বিয়া দিবো
আমি;আমি নিজের টাকা দিয়া হাতি পুষতে পারবো না আম্মু
আম্মু:হাতি মানে কে হাতি?
আমি: বহরে যার সাতে বিয়া দিবেন সেই টো হাতি
আম্মু;চুপ গাধা বউ কে কেনো হাতি হবে
আমি: বাই আমু খুব খিদা পাইয়সে একন খাবো
আম্মু:আচ্ছা দেখেশুনে থাকিস,আর সময় হলে চলে আসিস
আমি :হা আম্মু তুমি একদম চিন্তা করো না
ফোন টা কেটে দিলাম,আবার রান্নায় মনোযোগ দিলাম,একটু পর রান্না রেডি হইয়া গেলো আহহ কী সুন্দর ,,,আপনারা আবার নজর দিবেন না,একদিন আমার বাসায় এসে খেয়ে নিয়েন
পরে দিন খুব সকালে ঘুমথেকে উঠে প্রজনিও কাজ শেষ করে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খাওয়ার পর অফিসে গেলাম
আমি: স্যার আপনার সাতে কিশ্চুকথা আছে
স্যার:আরে কি বলবে বলো শান্ত
আমি:আমি সাত দিনের ছুটি চাই
স্যার:আরে ছুটি তো দিবো শান্ত, টো বলবেনা কিসের জন্য ?
আমি:স্যার আসলে আমার মামাতো বোনের বিয়া তাই
স্যার: ওও আচ্ছা ,, টা কোনদিন থাইকা ছুটি নিবে
আমি,:দিলে তো আজ থাইকা নিলেই ভাল হতো
স্যার:ঠিক আছে সাত পর দেখা হবে
সোজা আব্বু আম্মু বাসায় এলাম
কলিং বেল বাজালাম
আম্মু: কি রে তুই এলি
আমি: হা মা যেমন কথা তেমন কাজ,বস কে বললাম ছুটি দিল বাচ চলে এলাম
তারপর ফ্রেস হোয় নীলার বাসার ওইদিক গেলাম
দেখলাম বর পক্ষ এসে গেছে
আমার কোনো কাজ নাই তাই এক জায়গায় বসে ফোন টিপছি হটাত বরপক্ষের পি খানে প্রচুর হইহুল্লোড়
ব্যাপার কি হলো樂
একটু আগে তো সব ঠিক ছিল,,সামনের দিকে আগীলম
দেখি কি হলো আবার,,দেকলাম বর পক্ষের সাতে আমার মামা আম্ববু আর যেনো তর্ক করতেছে,,,মনে হয় যৌতুক নিয়া, কি আর করার এই তো আর বরফের মাঝে কথা বলতে পারি না তাই, চুপ করে শুনতেছি,,
হটাত দেখি বর পোখরা চলেই যাচ্ছে বিয়া করবে না,আর দেখি আমার আম্মু মাথায় হাত বুলিয়ে বুলিয়ে এইদিক আসতেছে
আরে মাম্মু কি হলো এভাবে কোথায় যাচ্ছি কি হলো
আম্মু; :শান্ত, তোর মামার মান সম্মানের সাতে সাতে আমাদেরও মান সম্মান শেষ
আমি: কেনো আম্মু কি হলো
আম্মু; ছেলে পক্ষ জেনে গেছে নীলা নেশা করেএখন এই মেকে কে বিয়া করবে
কোথা থেকে যেন আম্মু আর মামা এলো
মামা: বাবা তুই আমার মানসম্মান রক্ষা কর,মান সম্মান সব তোর হাতে
আমি:মামা কি এর মানে কি?।
আব্বু:শান্ত তুই নীলাকে বিয়া কর
আমি:বাবা আমি কিভাবে এসব জেনে নেসাগ্রস্থ নীলাকে বিয়া করবো,,তাসারা আমি ,,,অনিকাকে খুব ভালো বাসি,ওর সাতে দু বসর ধরে রিলেশন
আব্বু:আমি এত কথা শুনতে চাইনা,,,,,কি খারাপ আছে meyeta,,শুধু একটু বড্ডো বেশি নেশা করে তাতে কি ,বিয়ার পর ঠিক হয় যাবে।
আমি : কিন্তু আব্বু আমি তো অনিকাকে ভালোবাসি,ওকে কিভাবে ঠকাবো,,,না আমি এই বিয়া করবো না
মামা;। প্লিস এমন করিস না আমার সব কিছু তোকে দিয়া দিব তুবুও নীলাকে বিয়া আমার মানসম্মান রক্ষা কর,,,,”
চলবে—————