Linksstories

linksstories` logo
স্নিগ্ধ ভালবাসা পার্ট 3 | ইসলামিক লাভস্টোরি

স্নিগ্ধ ভালবাসা পার্ট 3 | ইসলামিক লাভস্টোরি


"কী আছে কাজললতা তোমার ওই চোখে
যেখানে প্রতি মুহুর্তে আমি হারাই নিজেকে"

আপন মনে বুলি আওড়াচ্ছে অর্নীল।এই শুদ্ধতা বলে মেয়েটিই কী সেই রিকশাওয়ালী নাকি অন্যকেউ?উহু এই সেই মেয়ে। অর্ণীল একদম সিওর।সেই একই রকম টানাটানা চোখ,বড় বড় চোখের পিসি,চিকন করে কাজলটানা। এই চোখ অন্যকারো হতেই পারে না। তুমিই আমার সেই "কাজললতা"।আমি তোমাকে চিনতে একটুও ভুল করিনি।আচ্ছা আমি বার বার কেন তোমার কথা ভাবছি বলো তো? আমি কী তোমার প্রেমে পড়ে গেছি? না না তা কী করে হয় জানা নেই শোনা নেই এই স্বল্প দেখাতে কী প্রেম হয়?কী জানি আমি আর কিছুই ভাবতে পারছি না।

_ _ _ _ _

আম্মা আজ মাদরাসায় একটু তাড়াতাড়ি যেতে হবে। আপনি কী রান্নার জোগার একা একা করতে পারবেন?মানে আমি বলতে চাইছি "আপনার শরীর কী এখন ঠিক আছে"।

__হ্যাঁ আমি ঠিক আছি। তুমি নিশ্চিন্তে মাদরাসায় যাও।আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই মন দিয়ে লেখাপড়া করো

__জ্বী আম্মা, তাহলে আমি এখন আমার ঘরে যাই, রেডি হতে হবে।

__আচ্ছা যাও

মায়ের সাথে কথা শেষ করে শুদ্ধতা ঘরের দিকে পা বাড়াল।বোনকে নিয়ে আজকে তার ক্লাস টিচারের সাথে দেখা করতে হবে। তারপর আবার সামনে এক্সামে প্রিপারেশন নিতে হবে, এসাইনমেন্ট তৈরি করতে হবে, সব মিলিয়ে অনেক ঝামেলা তাই সে আজকে তাড়াতাড়ি মাদরাসায়
যেতে চাইছে।মাদরাসায় গিয়ে বান্ধবীর কাছ থেকে সাহায্য নিতে হবে। নয়তো এক্সাম খারাপ হওয়ার আশঙ্কা আছে।

বোনকে সাথে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হলো শুদ্ধতা।বাড়ির সামনে বিশাল আকৃতির কার দেখে একটু হকচকিয়ে গেল। এই এত বড় কার এখানে কে আনল?কিছুদুর সামনে পা বাড়াতেই অর্ণীল শুদ্ধতার সামনে এসে দাড়াল।শুদ্ধতা প্রথমে একটু ঘাবড়ে গেল তারপর প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল অর্ণীলের দিকে।শুনিলা ও অবাক হয়ে চেয়ে আছে। দু'বোনই কিছুই বুঝতে পারছে না।হঠাৎই অর্ণীল বলে উঠল,,

__আচ্ছা তোমার নামটা যেন কী?

শুদ্ধতা,, আপনি শাফি আঙ্কেলের ছেলে তো

অর্ণীল,, হুম

শুদ্ধতা,, তা এখানে কী করছেন

অর্ণীল,, একটু দরকার ছিল তাই এসেছি বাই দি ওয়ে বললে না তো

শুদ্ধতা,, কী?

অর্ণীল,,তোমার নাম

শুদ্ধতা,, কেন কাল শুনেননি

অর্ণীল,, কাল তো আমি তোমার চোখের.... (থেকে গেল)
শুনেছি বাট ভুলে গিয়েছি

শুদ্ধতা,, ওহ, আমার নাম শুদ্ধতা

অর্ণীল,, নাইস নেম

শুদ্ধতা,,থ্যাংকিউ

অর্ণীল,, ওয়েলকাম

শুদ্ধতা,, আচ্ছা আমরা তাহলে এখন আসি মাদরাসায় যেতে লেট হচ্ছে। আপনি বরং বাড়িতে থেকে বেড়িয়ে আসুন। আল্লাহ হাফেজ

অর্ণীল,,গুড বাই

শুদ্ধতা যেতে গিয়ে আবার ফিরে বলল,,

_আল্লাহ হাফেজ বললে বেশি সুন্দর লাগে শুনতে

অর্ণীল একটু ইতস্তত করে বলল,,

_নেক্সট টাইম ঠিক করার ট্রাই করবো

শুদ্ধতা,, হুম

শুনিলা এতক্ষণ সবটাই নিরব দর্শকের মতো দেখছিল।এখন শুদ্ধতার পেছন পেছন গন্তব্যে রওনা দিল।

_ _ _ _ _

অনি কোথায় তুমি বেইবি?আমার একা একা খুবই বোরিং লাগছে প্লিজ চলে এসো

অর্ণীল,, ওহহ জেসি তোমাকে কতবার বলেছি আমাকে এসব বেইবি টেইবি বলবে না

জেসি,,ওহ কাম অন বেইবি এটা খুবই ফ্যাশান্যাবল। এখন সবাই এই ডাকই তো ইউজ করে। তুমি অযথায় রেগে যাও।আচ্ছা শোনা এসব বাদ দেও আর তাড়াতাড়ি চলে এসো।আমি আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি

অর্ণীল,, কী সারপ্রাইজ?

জেসি,,ওহ তুমি দেখছি দিনকে দিন সত্যিই বাচ্চা হয়ে যাচ্ছ।সারপ্রাইজ বলে দিলে সেটা কী করে সারপ্রাইজ থাকবে শুনি?

অর্ণীল,,হুম তাও তো ঠিক

জেসি,,আচ্ছা বাই উম্মাহ

অর্ণীল,,হুম বাই

চলবে,

About The Author

2 thoughts on “স্নিগ্ধ ভালবাসা পার্ট 3 | ইসলামিক লাভস্টোরি”

  1. Pingback: Ex girlfriend যখন বউ | BIG STORY Part 1

  2. Pingback: মামাত বোন যখন বউ Part 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top