Linksstories

linksstories` logo
তোমার আমার প্রেম - অন্তিম পার্ট 14 | Bangla Golpo

তোমার আমার প্রেম – অন্তিম পার্ট 14 | Bangla Golpo


 হইছে, এখন তোরা যা। আমার জামাইকে নিয়ে একটু শান্তিতে আমাকে হাটতে দে। 

" এ্যা ঢঙ। যা জামাইয়ের কোলে উইঠা বইসা থাক। 

আইরিনের বান্ধুবীরা তাদের পথে চলে যায়। আইরিন জোরে বলে উঠে, 

" হ দরকার হইলে বইসা থাকুম। তোরা বলতে হবে না। 

" আরে আস্তে কী বলে? 

" কেনো জোরে বললে, কী সমস্যা?

" এই রাস্তার মধ্যে তোমায় কোলে নিয়ে বসে থাকবো? কি লজ্জা! কি লজ্জা!

" ঢঙ করিয়েন না। এমনি কথার কথা বললাম আরকি। 

তাদের হাটা শেষ হলে তারা বাসায় ফিরে আসে।

কিছুক্ষণ সবার সাথে গল্পগুজব করার পর, সময় হয় লাঞ্চের। 

সিজান, ডাইনিং টেবিলে বসতেই হরেক রকমের খাবার এসে তার সামনে জড়ো হয়। নতুন জামাই বলে কথা। খাবারের আইটেম এর কোনো কমতি নেই। 

সিজানের প্লেটে খাবার দিতেই সিজান একটু একটু করে খাওয়া শুরু করে। আইরিন সিজানের পাশে দাঁড়িয়ে আছে। সিজানের কি লাগছে, না লাগছে সেই প্রধান তদারকির দায়িত্বে আছে। 

" এটা নেন, এটা দিই? এতো কম খাচ্ছেন কেনো? বেশি বেশি খান। " আইরিন, সিজানকে খাওয়ানোর জন্য এটা, ওটা দিতে চাচ্ছে। কিন্তু সিজান নিতে চায় না। এতো খাবার তো আর খাওয়া যায় না। পেট ফুলে ফেটে যাবে। কিন্তু আইরিনও না খাইয়ে সিজানকে ছাড়ছে না। 

" আইরিন এমন করছো কেনো? (ফিসফিস করে বলে) 

" কী করছি আমি? 

" দেখছো খেতে পারছি না। তারপরও জোর করে খাওয়াতে চাও? 

" আরে পারবেন, পারবেন। সেই ক্ষমতা আছে আপনার, আমি জানি। 

" পেট ফেটে যাবে। পরে জামাইকে আর খুঁজে পাবে না। 

" হায় আল্লাহ! কি বলেন? তাহলে আর খাওয়া দরকার নেই। উঠে পড়েন। 

" হু উঠতেই চাচ্ছি। 

খাওয়া দাওয়া শেষে দুজনে রুমে চলে আসে। আইরিন আয়নার সামনে বসে চুল আঁচড়ায়। চুলে খোপা করতে নেবে, এমন সময় সিজান এসে বাধা দেয়। 

" সমস্যা কী?. 

" তোমার সমস্যা কী? চুলে খোপা করছো কেনো? 

" তাহলে.? 

" চুল খোলা থাকবে। আমার এভাবেই ভালো লাগছে। তাই চুলে খোপা করা যাবে না। 

" আচ্ছা করবো না। আমার জামাইয়ের যেভাবে ভালো লাগে, সেভাবেই থাকবে। (হেসে) 

" হইছে এবার একটু আমাকে সময় দেও। 

এই কথা বলে সিজান,আইরিনকে এক টান দিয়ে বিছানায় নিয়ে যায়।

!!! 

শশুর বাড়িতে বেড়ানো শেষ হলে, সিজান আইরিনকে নিয়ে নিজের বাসায় ফিরে আসে। দুপুরে খেতে বসলে, জাহানারা চৌধুরী সিজানের হাতে দুইটা টিকেট ধরিয়ে দেয়।

" আম্মাজান কীসের টিকেট? 

" আমার পক্ষ থেকে তোমাদের হানিমুন গিফট।

" কক্সবাজার.? ( ভালো করে দেখে)

" হুম।

" ও আম্মাজান কি দরকার ছিল.?

" দরকার আছে, যান হানিমুন সেড়ে আসেন।

" থ্যাঙ্কিউ আম্মাজান।

আইরিন এসে, দুই হাত দিয়ে জাহানারা চৌধুরীকে জড়িয়ে ধরে।

"!!

পরেরদিন ভোরে সিজান, আইরিন কক্সবাজার এসে নামে। এসেই,তাদের নামে বুক করা হোটেলে উঠে পড়ে।

সিজান, রুমে এসেই চিত হয়ে শুয়ে পড়ে। আইরিন ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে সিজান একইভাবে চোখ বন্ধ করে শুয়ে আছে।

" কী, খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছেন নাকি?

সিজান চোখ বন্ধ রেখেই জবাব দেয়।

" খুব বেশি না, একটু।

" যান যান এখন ফ্রেশ হতে যান।

সিজান, এবার চোখ খুলে। সামনে আইরিন দাঁড়িয়ে আছে। মাত্র গোছল করে বের হয়েছে। অনেক সুন্দর লাগছে তার বউকে। সে মুগ্ধ হয়ে দেখছে।

" এই যে হ্যালো? (তুড়ি বাজিয়ে)

সিজান জবাব না দিয়ে এক টান দিয়ে আইরিনকে নিজের উপর ফেলে দেয়।

" আরে...

" চুপ..( আইরিনের ঠোঁটে আঙুল দিয়ে)

আমার বউকে দেখতে দাও।।

সিজানের এমন বিহেভিয়ারে আইরিন লজ্জা পায়।

সিজান হুঠ করে আইরিনের গালে চুমু খায়। এতে করে আইরিন আরো বেশি লজ্জায় মরে যায়।

 " উফ! আমার বউটা কি লজ্জা পাচ্ছে! একেবারে খেয়ে ফেলতে ইচ্ছে করছে।

" ধ্যাত! ( বুকে হালকা ধাক্কা দিয়ে)

সিজান, এবার আইরিনের ঠোঁটের দিকে এগিয়ে যায়। আইরিন বুঝতে পেরে সরে যেতে চাইলে, সিজান টান দিয়ে আইরিনকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলে। দেরি না করে নিজের ঠোঁট যুগল দিয়ে, আইরিনের নরম স্নিগ্ধ ঠোঁট যুগলের স্বাদ নিতে থাকে।❣️

!¡!

নাস্তা শেষ করে দুজনে বিচে হাটতে যায়। আইরিনের এক হাত, সিজানের এক হাতের ভিতর বন্দী। দুজনেই খালি পায়ে হাটছে। ভিজে বালিতে হাটতে ভালোই লাগছে আইরিনের।।

এমন সময় একজন ফটোগ্রাফার আসে ছবি তুলে দিতে। আইরিন উৎসাহী হয়ে ছবি তুলতে চায়।

আইরিনে তার জামাইকে নিয়ে বিভিন পোজে ফটো তুলে।

সিজান একবার আইরিনকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে ফটো তুলে। দুজন, দুজনের দিকে তাকিয়ে ফটো তুলে, দুজনে বালিতে হাত ধরে হেটে ফটো তুলে। সিজান, আইরিন কে কোলে তুলে নিয়ে হেটে ফটো তুলে। এভাবে সব কাপল পিক তুলে তারা।

ফটোগ্রাফি পর্ব শেষ হলে আইরিন ডাব খেতে চায়। সিজান, ডাবওয়ালার কাছ থেকে দুইটা ডাব নিয়ে এসে দেখে, আইরিন বিচের বালিতে কিছু লিখছে।

সিজান তাকিয়ে দেখে, একটা লাভ, তার ভিতরে সিজান লাভ আইরিন লেখা। সিজান হেসে দেয়। আইরিনও হেসে সিজানের হাত থেকে একটা ডাব নেয়।

" বুঝলেন জামাই, আমি না আপনার প্রেমে পুরাই পাগল হয়ে যাচ্ছি। আপনাকে আমার এতো ভালো লাগে কেন? এতো ভালোবাসি কেন আপনাকে? আপনাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমার। আবার ভয় হয়, কখনো হারিয়ে ফেলবো না তো আপনাকে? সবসময় আমার পাশে থাকবেন তো? না থাকলে আমি মরেই যাবো।

" চুপ। কখনো আমি তোমার থেকে দূরে যাবো না। কারন আমিও যে তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমিও এক মুহূর্ত থাকতে পারব না। অনেক বেশিই ভালোবাসি।

 " ভালোবাসি জামাই। অনেক অনেক অনেক বেশিই ভালোবাসি।

সিজান, আইরিন সন্ধ্যার দিকে বিচের বালিতে বসে পড়ে সূযাস্ত দেখার জন্য। আইরিন সিজানের কাধে মাথা দিয়ে এক হাত জড়িয়ে ধরে চুপটি করে বসে সেই দৃশ্য উপভোগ করছে।

সমাপ্ত। হ্যাপি ইন্ডিং।।

রাইটারঃ ইমতিহান ইমরান।

About The Author

1 thought on “তোমার আমার প্রেম – অন্তিম পার্ট 14 | Bangla Golpo”

  1. Pingback: Ex girlfriend যখন বউ | BIG STORY Part 1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top